রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশনের (রুডা) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সোহেল রানা হিরোকে সভাপতি এবং চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মনির হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে রুডার ২৮তম বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি উত্তম কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক পার্থ কুমার হাজরা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক প্রসেনজিৎ মিস্ত্রি, অর্থ সম্পাদক ফারজানা সুলতানা, মহিলা সম্পাদক দেওয়ান শারমিন খানম, দফতর সম্পাদক মাহমুদ হাবীব হিমেল, সম্মানিত সদস্য আকাশ কুমার এবং কার্যনির্বাহী সদস্য উষা আমরিন, শামসুন্নাহার জ্যোতি, সঞ্চিতা রাণী দাস প্রমুখ।
উল্লেখ্য, আসুন নাট্যচর্চা দিয়ে জীবন চর্চা করি’ শ্লোগানে ১৯৮৩ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয় রুডা। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ে নাট্য চর্চায় দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।