Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গর্ভবতী স্ত্রীকে হত্যা করে পাশেই ঘুমালেন স্বামী, অতঃপর...

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী


পাঁচ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা করে সেই লাশের পাশেই সারা রাত ঘুমিয়ে কাটালেন বিনোদ ধনসিংহ পওয়ার নামের এক ব্যক্তি। এরপর সকালে ঘুম থেকে উঠে বিনোদ নিজেই থানায় গিয়ে অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন।

ভারতের মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলায় গত বৃহস্পতিবার রাতে ঘতে এমন ঘটনা।

এ বিষয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিনোদের সঙ্গে তার স্ত্রী প্রিয়াঙ্কার তুমুল ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রিয়াঙ্কাকে শ্বাসরোধ করে হত্যা করে বিনোদ। এরপর সারা রাত স্ত্রীর দেহের পাশেই ঘুমান তিনি। শুক্রবার সকালে বিনোদ থানায় এসে তার স্ত্রীকে হত্যার কথা জানায়, এবং তিনি আত্মসমর্পণ করেন।

এ দিকে বিনোদের স্বীকারোক্তির প্রেক্ষিতে স্ত্রীকে খুন করার দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

হত্যার বিষয়ে প্রিয়াঙ্কার আত্মীয়-স্বজন জানায়, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝামেলা হত। তারা অভিযোগ করে বলেন, প্রিয়াঙ্কার মা-বাবার কাছে মোটা অঙ্কের পণের দাবি করেছিল বিনোদ। তা নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকত।

প্রসঙ্গত, নয় মাস আগে বিনোদ-প্রিয়াঙ্কার বিয়ে হয়। প্রিয়াঙ্কা পেশায় একজ নার্স। আর বিনোদ কুয়ো তৈরির কমিশন এজেন্ট হিসাবে কাজ করত।

Bootstrap Image Preview