Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মতিঝিল-উত্তরা রুটে বিআরটিসির নতুন বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৯ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


উত্তরা ১৮ নম্বর সেক্টর এপার্টমেন্ট প্রজেক্টের রাজউক নির্ধারিত অস্থায়ী স্ট্যান্ড পঞ্চবটীর পাশ থেকে মতিঝিল রুটে বিআরটিসি দু'টি নতুন বাস নামানো হয়েছে। প্রাথমিকভাবে বিআরটিসি জোয়ারসাহারা ডিপোর পরিচালনায় এ বাস দু’টি নামানো হয়।

শনিবার (১০ ফেব্রুয়ারি) উত্তরা ১৮ নম্বর সেক্টরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এ বাস সার্ভিস উদ্বোধন করেন।

প্রতিদিন সকাল সাড়ে সাতটায় একটি ও সকাল আটটায় অপর এসি বাস মতিঝিলের উদ্দেশ্যে ছাড়বে। আবার বিকাল সাড়ে পাঁচটায় ও সন্ধ্যা সোয়া ছয়টায় দু’টি বাস মতিঝিল থেকে হাউজ বিল্ডিং হয়ে সেক্টর ১৮ নম্বর প্রজেক্টে গিয়ে থামবে। এতে ভাড়া নির্ধারন করা হয়েছে সেক্টর– ১৮ থেকে মতিঝিল ৯০ টাকা, আর উত্তরার ভেতরে ২০ টাকা।

প্রসঙ্গত, ঢাকাসহ সারাদেশে বিআরটিসির সাড়ে ৯০০ বাস সরকারি পরিবহন প্রতিষ্ঠানে যোগ দিচ্ছে। নতুন আরো বাস–ট্রাক এ বছরই যুক্ত হবে বিআরটিসির বহরে।

Bootstrap Image Preview