Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৩৯ PM

bdmorning Image Preview


মাদারীপুরে সংবাদ প্রকাশ হওয়ার জের ধরে সাংবাদিক বেলাল রিজভীসহ সাংবাদিকদের ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দিয়েছে মিজানুর রহমান নামে এক তৃতীয় শ্রেণির কর্মচারী। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী মিজানুর রহমানের মাদারীপুর শহরে ৪টি বাড়ি রয়েছে। এ বিষয় নিয়ে মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকায় গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ‘মাদারীপুর ৪ বাড়ির মালিক তৃতীয় শ্রেণির কর্মচারী’ এই শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

এতে ক্ষুব্ধ হয়ে শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মিজানুর রহমান ট্রাক চাপা দিয়ে প্রতিবেদক বেলাল রিজভীসহ সাংবাদিকদের হত্যার হুমকি দেয়।

মিজান দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার প্রকাশক শহিদুল কবির খোকন এর সামনে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক নাজমুল হকের সাথে এই সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এসময় মিজান তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে নাজমুল হক এর ছবি তোলে ও চিৎকার করে বলে, আমার নামে সংবাদ প্রকাশ, এতো বড় সাহস, আমি সাংবাদিকদের ট্রাক চাপা দিয়ে হত্যা করবো। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মাদারীপুরের সিনিয়র সাংবাদিক এমআর মর্তুজা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে হুমকি দেয়ার ঘটনা খুবই ন্যাক্কারজনক। আমরা এই কর্মচারীর শাস্তি দাবি করছি। প্রকাশিত সংবাদে ভুল বা অতিরঞ্জিত কিছু থাকলে তিনি মামলা করতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে হত্যার হুমকি দিয়েছেন যা বাক-স্বাধীনতার পরিপন্থি।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো কামরুল হাসান বলেন, এই ঘটনায় শনিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

 

Bootstrap Image Preview