৬ মাসের প্রেম। তার পরে বিয়ে। কিন্তু হানিমুনে যেতেই মাথায় বাজ পড়ল মহিলার। স্বামীর অক্ষমতায় শারীরিক ভাবে সুখী নন তিনি। তারপরই ক্ষোভ জানাতে বিচিত্র পন্থা নিলেন গৃহবধূ। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে ভারতে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়া ‘রেডিট’-এ এক মহিলা একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ৬ মাসের প্রেমের পরে তিনি তাঁর বয়ফ্রেন্ডকে বিয়ে করেন। কিন্তু হানিমুনে যেতেই তিনি বুঝতে পারেন, তাঁর স্বামী শারীরিকভাবে অক্ষম। ওই মহিলার অভিযোগ, বিয়ের আগে তাঁর স্বামী এ বিষযে কিছুই জানাননি তাঁকে। এমনকী, বিয়ের আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু বিয়ের পরে স্বামীর গোপন কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন তিনি।
ওই মহিলার নাম কিংবা পরিচয় জানা যায়নি। নিজের স্বামীর পরিচয় সম্পর্কেও কিছু খোলসা করেননি তিনি। তবে তাঁর অভিযোগ, তাঁর স্বামী তাঁকে ঠকিয়েছেন। সে শারীরিকভাবে অক্ষম এ বিষয়ে আগেই তাঁকে জানানো উচিত ছিল। কিন্তু তা না বলে বিয়ে করে ওই মহিলাকে প্রতারিত করেছেন তাঁর স্বামী।
ওই মহিলার এমন পোস্ট দেখে অনেকেই কমেন্ট করে সমবেদনা জানিয়েছেন তাঁকে।