Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শুক্রবার, মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খুলনায় পুলিশের মাদক বিরধী অভিযানে আটক ৯০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৬ AM

bdmorning Image Preview


খুলনায় জেলা ও মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদক বিক্রেতাসহ ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলার ৯ থানা ও মহানগরীর ৮ থানা এলাকা থেকে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

এর প্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে ৬ জন মাদক বিক্রেতাসহ মোট ৫২ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে ১৬ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ৫টি মাদকদ্রব্য সম্পর্কিত মামলা দায়ের করা হয়।

অন্যদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ১৩ জন মাদক বিক্রেতাসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে আরও ৫৬ পিস ইয়াবা ও ২১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

Bootstrap Image Preview