Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকস্থলীতে করে ইয়াবা পাচার, গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে পাকস্থলীতে করে ইয়াবা পাচারের ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি'র গোয়েন্দা দক্ষিণ বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (১০ ফেব্রুয়ারি ১৯) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর উত্তরখান থানাধীন ফকিরের টেক, উত্তর পাড়ায় অভিযান চালায় ডিএমপি'র গোয়েন্দা দক্ষিণ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম।

এ সময় দুইজনকে গ্রেফতার করে পাকস্থলীর এক্স-রে করলে তাদের পেটের মধ্যে ইয়াবা পাওয়া যায়। পরবর্তী সময়ে তাদের পায়ুপথ হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীর নাম- মোঃ মামুন (২৫) ও মোঃ মফিজুল ইসলাম (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বিশেষ কৌশলে পলিথিনে স্কচটেপ দিয়ে মুড়িয়ে ইয়াবা পাকস্থলীতে করে নিয়ে এসে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview