Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চিরিরবন্দরে নছিমন উল্টে গরু ব্যবসায়ী নিহত

 মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫২ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে তফিকুল ইসলাম (৩৫) এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুর ১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইছামতি কলেজ মোড় নামকস্থানে ব্রীজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গরু ব্যবসায়ী তফিকুল ইসলাম নছিমনযোগে আমবাড়ি থেকে রাণীরবন্দর হাটে যাচ্ছিলেন। ইছামতি কলেজ মোড় ব্রীজের সামনে এসে পৌচ্ছালে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে পড়ে যায়। এসময় নছিমনের ভিতরে থাকা গরু ব্যবসায়ী তফিকুল গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তিনি মৃত্যু করেন। 

তফিকুল ইসলাম পার্বতীপুর উপজেলার যশাই হাট এলাকার দূর্গাপুর গ্রামের মমতাজ আলীর ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  জি.এম শামসুর নুর জানান, নিহত গরুর ব্যবসায়ীক এর কাছ থেকে নগদ ১ লক্ষ ৪৮ হাজার ২ শত ১০ টাকা পাওয়া গেছে।

Bootstrap Image Preview