Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধ গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৫ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview


বগুড়ার শেরপুরে প্রথম শ্রেণির শিশু কন্যা (৭)কে ধর্ষণের চেষ্টায় গেদা শেখ(৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। 

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিপুর বাজার থেকে বৃদ্ধকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের হাপুনিয়া গ্রামে আশরাফ আলীর প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা(৭) নিজ বাড়ী থেকে গত ১০ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৪টার দিকে একই এলাকার মক্তব খানায় পড়তে যাচ্ছিল। এসময় পাশের বাড়ির মৃত জয়েন শেখের ছেলে ষাট বছর বয়সী গেদা শেখ ওই শিশু কন্যাকে মক্তবখানায় পৌছে দেয়ার কথা বলে কৌশলে তার লিচু বাগানে নিয়ে গিয়ে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে বাগানের পাশেই খেলারত অবস্থায় আহাদ ও মনির ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে দেখে চিৎকার করলে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে লম্পট বৃদ্ধকে হাতেনাতে ধরে ফেলে শিশুর বাড়িতে নিয়ে যায়। পরে ওই লম্পটের পরিবারের লোকজন কে বিচার পাইয়ে দিবে মর্মে কৌশলে বৃদ্ধকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর মা বিউটি খাতুন ওই রাতেই বাদি হয়ে শেরপুর থানায় অভিযোগ দায়ের করে। এঘটনায় থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার অভিযান চালিয়ে সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকা থেকে ওই বৃদ্ধ লম্পট গেদা সেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ গ্রেফতারের বিষয় শেরপুর থানা পুলিশ নিশ্চিত করেছে।

Bootstrap Image Preview