Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি!

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৯ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৪৯ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল বলফিল্ড থেকে বাহদুরপুর রোডের ঢোকার বাইপাস সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের ১টি খুঁটি দেখা গিয়েছে।

বেনাপোল পৌর সভার ব্যস্ত এই সড়কে প্রতিনিয়ত শত শত যানবাহন চলাচল করলেও এ সমস্যা সমাধানের নেই কারও কোনও মাথাব্যাথা নেই উদ্যোগ। তা ছাড়া এ সমস্যা সমাধান করতে পারেন, এমন কোন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারও কোনও মাথা ব্যথা নেই।

এই সড়কে দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুতের এ খুঁটিটি সড়কের মাঝখানের জায়গাটুকু দখল করে আছে। তা ছাড়া পল্লীবিদ্যুতের খুঁটিতে সড়ক বাতি না থাকায় রাতের বেলায় যে-কোনও বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা ঊধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানিয়েছেন, জনসাধারণের চলাচলের জন্য এবং জীবন রক্ষার্থে অতি দ্রুত পল্লী বিদ্যুতের খুঁটিটি সড়কের মাঝখান থেকে অপসারণ করে অন্যত্রে সরিয়ে নেওয়ার জন্য।

এ ব্যাপারে শার্শা পল্লী বিদ্যুতের ডিজিএম রুহুল আমিন জানান, আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ জানায়নি। তবে খুটিটি সরানোর জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ঠিকাদার যাতে দ্রুত খুটিটি সরানোর ব্যবস্থা করে আমি সেই চেষ্টা করবো।

Bootstrap Image Preview