Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইসিটি বিভাগের সচিব হলেন জিয়াউল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এন এম জিয়াউল আলম। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৩০ জানুয়ারি ২০১৯ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ হতে আইসিটি বিভাগের সচিব হিসাবে বদলী করা হয়। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এন এম জিয়াউল আলম ডিসেম্বর ২০১৫ সালে ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের যোগদান করেন।

এর আগে তিনি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের বিভাগীয় কমিশনার, খুলনা জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

Bootstrap Image Preview