স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববিদ্যালয় ভিত্তিক দেশের প্রথম মাদকবিরোধী ফোরাম 'স্টামফোর্ড আন্টি ড্রাগ ফোরাম' (এসএডিএফ) এর নতুন সদস্যদের নবীনবরণ কার্যক্রম।
শনিবার (৯ ফেব্রুয়ারি) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন সদস্যদের হাতে ফুল এবং আমন্ত্রিত অতিথিদের মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতা ও দিক-নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে তাদের বরণ করা হয়।
অনুষ্ঠানে ফোরামটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের প্রেসিডেন্ট মনিরুল ইসলাম।
এতে নবীন সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইখতেখারুল ইসলাম (পিপিএম)।
শপথবাক্য পাঠ শেষে নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদককে না বলুন. দেশের যেখানেই কোনো রকম মাদকের কার্যক্রম দেখলে সঙ্গে সঙ্গেই তিনি নিকটস্থ পুলিশকে জানাতে আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএনএম আরিফুর রহমান বলেন, সমাজের ভালো কাজের পাশে স্টামফোর্ড ইউনিভার্সিটি সবসময় ছিল। মাদকবিরোধী ফোরাম আরো বেশি গঠনমূলক কাজ করবে বলে প্রত্যাশা করি।
এ ছাড়াও সভাপতির বক্তব্যে ফোরামের প্রধান উপদেষ্টা ড. কামরুজ্জামান মজুমদার বেশ কিছু পত্রিকার তথ্যসহ মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য রুমানা হক রিতা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএনএম আরিফুর রহমান, সামমনি লিমিটেড এর চেয়ারম্যান এসএম মহিউদ্দিন সেলিম, দৈনিক আমাদের সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার হাবিবর রহমান।