Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:১০ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে সাংবাদিক সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্থানীয় টাউনহলের সামনের সড়কে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

বিগত ২২ বছরে ৩২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে জানিয়ে সমাবেশ থেকে সাংবাদিক হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। এ সময় সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক প্রসান্ত দাস হরি ও মানবাধিকারকর্মী আবু সাঈদ খান প্রমুখ।

Bootstrap Image Preview