Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকায় একের পর এক অভিযান, বন্ধ আরো ৮ কোচিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আটটি কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১২টা থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজমের নেতৃত্বে র‌্যাব-১০ এর একটি দল প্রিভেইল কোচিং সেন্টার, সমীকরণ কোচিং সেন্টার, চ্যালেজার কোচিং সেন্টার, জেনুইন কোচিং সেন্টার, বেস্ট কোচিং সেন্টার, ফরমেট কমার্স কোচিং সেন্টার এবং এম আর কোচিং সেন্টারে অভিযান চালায়।

এবিষয়ে র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক বলেন, সরকারি নির্দেশ অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার চালু রাখায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসব কোচিং বন্ধের পাশাপাশি সর্বোচ্চ পাঁচ হাজার থেকে সর্বনিম্ন ৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাসায় কোচিং করানোয় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

Bootstrap Image Preview