Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাভারে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ১১ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


সাভারের আমিন বাজারে দূরপাল্লার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, বিকেলে রাজধানীর গাবতলী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসে শাহজাদপুর ট্রাভেলস (ঢাকা মেট্রো ব-১১-১২৩৪) নামের পরিবহনটি। এসময় আমিনবাজারের সালেহপুর ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ সময় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় বাসটির ১০ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্ঘটনায় প্রাথমিক ভাবে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এফএম সায়েদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি র‌্যাকারের সাহায্যে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Bootstrap Image Preview