Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রাক্তন স্ত্রীর বিশেষ দিনে হাজির ব্র্যাড পিট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


হলিউডের প্রাক্তন তারকা দম্পতি ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টন। বহু আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবুও দুজনের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর তাই প্রাক্তন স্ত্রীর জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন ব্র্যাড পিট।

অনেকটা লুকিয়েই পার্টিতে প্রবেশ করেন ৫৫ বছর বয়সী এই অভিনেতা। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকলেও তারা এতটা অন্তরঙ্গ নন বলেই জানিয়েছে তাদের একটি ঘনিষ্ঠ সূত্র।

জানা যায়, তাদের আগের মতো যোগাযোগ নেই। শুধুমাত্র বিশেষ দিনে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এছাড়া বড় কোনো অনুষ্ঠানে দেখা হলে কুশল বিনিময় করা ছাড়া তাদের মধ্যে ঘনিষ্ঠতা নেই।

এদিকে জেনিফারের জন্মদিনের অনুষ্ঠানে ব্র্যাড পিট ছাড়াও উপস্থিত ছিলেন কেটি পেরি, অরলান্ডো ব্লুম, গিনেথ প্যালেট্রো, রিজ উইদারস্পুনসহ একাধিক হলিউড তারকা।

উল্লেখ্য, জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিচ্ছেদের পর অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্র্যাড পিট। তবে সে সম্পর্কও টিকেনি। ২০১৬ সালের শেষ থেকে এখন পর্যন্ত একাকী জীবনযাপন করছেন এই অভিনেতা।

Bootstrap Image Preview