Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহিলা দলের সভাপতি'র মনোনয়নপত্র সংগ্রহ

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০১ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা মহিলা দলের সভাপতি এড. খায়রুন নাহার। 

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার নিকট থেকে এড. খায়রুন নাহারের পক্ষে তার স্বামী শহিদুল ইসলাম এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৮ মার্চ ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন (সোমবার) মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Bootstrap Image Preview