Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৪শ বছরের প্রাচীন বনসাই চুরি!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


৪শ বছরের পুরনো সাতটি বনসাই গাছ চুরি হয়ে গেছে। সম্প্রতি জাপানে এ ঘটনা ঘটেছে। বনসাইগুলোর মালিক সেইজি লিমুরা ও তার স্ত্রী ফুইয়ুমি।

বনসাইগুলোর শোকে কাতর হয়ে পড়েছেন লিমুরা দম্পতি।

বনসাইয়ের মালিক সেইজি লিমুরা বলেছেন, বনসাইগুলো চুরি হওয়াতে আমরা অনেক কষ্ট পেয়েছি। এগুলো ছিল আমাদের অমূল্য সম্পদ।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, চুরি হওয়া বনসাইগুলোর মূল্য ১ লাখ ১৮ হাজার ডলার। শিম্পাকু জুনিপার শ্রেণির বনসাইগুলোর বয়স ৪শ বছর।

Bootstrap Image Preview