Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশি তরুণীকে বিয়ে করতে গাজীপুরে এসে মুসলিম হলেন মার্কিন তরুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৭ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


প্রেম মানে না কোন বাধা, কোনো ভৌগোলিক সীমারেখা, ধর্ম-বর্ণ কোনো কিছুই। প্রেমের কাছে সব কিছুই তুচ্ছ। মহাকাব্যিক এ কথাগুলো আবারো প্রমাণ করলেন যুক্তরাষ্ট্রের তরুণ ডেন হোয়াইট। প্রেমের টানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে গাজীপুরে ছুটে এসেছেন তিনি। প্রেমিকাকে বিয়ের জন্য ইসলাম ধর্মও গ্রহন করেছেন ঐ মার্কিন তরুণ।

মাত্র দুই মাসের পরিচয়েই গত ১ ফেব্রুয়ারি প্রেমিকাকে বিয়ে করতে বাংলাদেশে আসেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা ডেন হোয়াইট। তার প্রেমিকা হলেন গাজীপুরের মির্জাপুরের নয়াপাড়া গ্রামের সোলাইমানের মেয়ে মাসুমা সুলতানা শান্তা। ভালোবেসে শান্তাকে বিয়ে করেছেন হোয়াইট।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকার জন্য বাঙালি রীতি অনুযায়ী ডেন হোয়াইট মুসলমান হয়ে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে করেছেন। ডেন হোয়াইট নাম বদলে হয়েছেন মোহাম্মদ আলী। বর্তমানে গাজীপুরের মির্জাপুরের নয়াপাড়া গ্রামের মাসুমা সুলতানা শান্তার বাড়িতে অবস্থান করছেন মোহাম্মদ আলী।

এদিকে, সুদূর যুক্তরাষ্ট্র থেকে একজন সুদর্শন তরুণ গাজীপুরে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন এ খবরে শান্তার বাড়িতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ডেনের বাংলাদেশে উড়ে আসার বিষয়ে তার স্ত্রী মাসুমা সুলতানা শান্তা জানান, 'মাত্র দুই মাসের পরিচয় আমাদের। এরই মধ্যে ঘটে যায় অনেক কিছু। মূলত ফেসবুকে একটি বিতর্ক (ডিবেট) গ্রুপের মাধ্যমে ডেনের সঙ্গে পরিচয় হয় আমার। এরপর থেকেই নিয়মিত যোগাযোগ হতো আমাদের। ওর সঙ্গে কথা হতো ভিডিও কলে। এভাবে কথা বলতে বলতে মনের অজান্তে আমরা পরস্পরকে ভালোবেসে ফেলি। সেই ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত গড়ায় পারিবারিক সম্পর্কে'।

শান্তা আরও বলেন, 'ভিডিও কলে আমাদের উভয় পরিবারের সদস্যরাও পরস্পরের সঙ্গে কথা বলেন। উভয় পরিবারের সম্মতিতে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ে করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছি আমি। এক মাস ধরে ভিসা প্রসেসিং করেও কাজ হয়নি। এই অবস্থায় বাংলাদেশে এসে বিয়ের সিদ্ধান্ত নেয় ডেন। ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ডেন হোয়াইট বাংলাদেশে আসে। ওই দিন ঢাকার হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমার সঙ্গে তার প্রথম দেখা হয়। এটিই আমাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। ওইদিনই তাকে নিয়ে গাজীপুরে আমাদের বাড়ি আসি। এরপর চলে বিয়ের আয়োজন'।

ডেনের ইসলাম গ্রহনের বিশয়ে শান্তা বলেন, 'ডেন খ্রিষ্টান ধর্মাবলম্বী। পরে মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করে সে। সেই অনুযায়ী মুসলমান হয়। তার বর্তমান নাম মোহাম্মদ আলী। বাঙালি রীতি মেনে ৩ ফেব্রুয়ারি আমাদের গায়ে হলুদ এবং আংটি বদলসহ বিয়ের নানা আনুষ্ঠানিকতা শেষ হয়। মোহাম্মদ আলী বর্তমানে আমাদের বাড়িতে। আমরা ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন'।

এর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত বছরের এপ্রিলে প্রেমের টানে ব্রাজিল থেকে এক তরুণী রাজবাড়ীতে আসেন। ওই বছরের আগস্টে মালয়েশিয়া থেকে এক নারী টাঙ্গাইলে আসেন। আর গত এপ্রিলে প্রেমের টানে ফরিদপুরে আসেন যুক্তরাষ্ট্রের এক নারী। কিছুদিন আগে প্রেমের টানে বরিশালে এসে বিয়ে করেন মার্কিন তরুণী।

Bootstrap Image Preview