Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আশরাফুল সম্পাদক মাহদী

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:১৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৪০ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ আশরাফুল আলমকে সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহদী হাসানকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ২০১৮-২০১৯ বর্ষের এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ক্লাবের ৪র্থ বর্ষপূর্তি এবং নবীনবরণ উদযাপন শেষে কমিটি ঘোষণা করেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ তারিকুল হাসান।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি দ্বীপ অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান মারুফ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মাহমুদ, কোষাধ্যক্ষ ইশরাত জাহান খান চৌধুরী ঈশিতা, সাংগঠনিক সম্পাদক সৌরভ পাল।

কমিটি ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড.মো. সাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের স্থায়ী কমিটির প্রধান (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিম, সদ্য বিদায়ী সভাপতি আহসান হাবীব প্রমুখ।

Bootstrap Image Preview