Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, আগষ্ট ২০২৫ | ৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় নির্বাচনের আগে সহিংসতায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০১৯, ০৮:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাইজেরিয়ায় সাধারণ নির্বাচনের মাত্র একদিন আগে দেশটির প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়। সোমবার দেশটির পুলিশ একথা জানায়।

এ ব্যাপারে ডেল্টা রাজ্য পুলিশ মুখপাত্র অ্যান্ড্রিউ আনিয়ামাকা বলেন, তেল সমৃদ্ধ নগরীর কাছে এফুরুন এলাকার একটি অ্যাপার্টমেন্টে রবিবার তাদেরকে গুলি করে হত্যা করা হয়। তারা সকলেই ক্ষমতাসিন অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি)’র সদস্য।

তিনি আরও বলেন, ‘প্রতিশোধমূলক হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা এটা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।’

Bootstrap Image Preview