Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী তিতাস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

আজ বুধবার দুপুরের দিকে চট্টগ্রাম-ঢাকা রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু মিয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার মৃত আজগর আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সানাউল ইসলাম জানান, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনের ২নং লাইনে দাঁড়িয়ে ছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে আবু মিয়া দুইটি বগির মধ্য দিয়ে পারাপার করতে থাকে। এসময় ট্রেনটি ছেড়ে দিলে ঘটনাস্থলে কাটা পড়ে সে নিহত হয়।

পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Bootstrap Image Preview