Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শহীদ রূপম স্মরণে ইবি ছাত্রমৈত্রীর শ্রদ্ধাঞ্জলী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ছাত্রমৈত্রীর শহীদ দেবাশীষ ভট্টাচার্য রূপমের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রমৈত্রী।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেয় তারা। এরপর ইকসুর দাবিতে ও নবীনদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা।

বেলা ১২টায় শহীদ মিনার থেকে সভাপতি মোরশেদ হাবিব ও সাধারণ সম্পাদক আব্দুর রউফের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি প্রশাসন ভবনের সামন দিয়ে ঘুরে দলীয় টেন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে মোরশেদ হাবিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমন, দফতর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, তথ্য প্রযুক্তি সম্পাদক আক্তার হোসেন আজাদসহ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ দেবাশীষ ভট্টাচার্য রূপম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রীর একজন বলিষ্ঠ নেতা ছিলেন। ১৯৯৫ সালের ১৩ ফেব্রুয়ারি শিবিরের হাতে তিনি নিহত হন।

Bootstrap Image Preview