বগুড়ার ধুনট উপজেলা পরিষদের নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের কাছ থেকে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের সময় উপজেলা নির্বাচন অফিসে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ইতমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুদুল হক বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিক্ষিকা রোমানা আফরোজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে খবর পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৮ মার্চ ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসীল অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিন (বুধবার) পর্যন্ত চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।