Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ভাড়া বাসায় যুবকের রক্তাক্ত লাশ, শনাক্ত করল বোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


রাজধানী ঢাকার সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে ইয়োগান (২৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তার লাশটি উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির জানান, নিহত যুবক ইয়োগান ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন। গত মাসে তিনি বাসাটি ভাড়া নেন। তবে গতকালই তিনি প্রথম নতুন ভাড়া বাসায় ওঠেন।

গতকাল রাতে পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে ইয়োগানের রক্তাক্ত লাশ উদ্ধার করে। ইয়োগানের দেহে ধারালো অস্ত্রের আঘাত ছিল। লাশ উদ্ধারের পর ইয়োগানের মুঠোফোনের সূত্র ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে নিহতের বোন এসে লাশ শনাক্ত করেন। তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

Bootstrap Image Preview