Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালবাসা দিবস পালন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১০ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview


টাঙ্গাইলে ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। মায়েদের পা ধুয়ে দিয়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে দিনটি উদযাপন করে শিশুরা। মায়েদের সম্মানে আয়োজন করা হয় এ অনুষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি স্কুলের উদ্যোগে এসপি পার্ককে শতাধিক মায়ের পা ধুয়ে দেন তাদের সন্তানেরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের গলায় মেডেল পরিয়ে দেন।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে তৃতীয়বারের মতো ব্যতিক্রমী এই আয়োজন করে টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল।

হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান সাংবাদিক নওশাদ রানা সানভীর সঞ্চালনা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা, লায়লা খানম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

এই অনুষ্ঠানে স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থী নিজের মায়ের পা ধুয়ে দিয়ে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অভিব্যক্তি ঘটায়। বাবা-মা’র প্রতি ভালোবাসার প্রকৃত মানে শিশুদের মাঝে ছড়িয়ে দিতেই ব্যতিক্রম এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তরা।

Bootstrap Image Preview