Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদির ছয় সদস্যের প্রতিনিধিদল পাকিস্তানে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪২ PM

bdmorning Image Preview


সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফর সামনে রেখে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল পাকিস্তানে এসেছে।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে আগামী ১৬ ফেব্রুয়ারি দুদিনের সফরে ইসলামাবাদে পা রাখার কথা রয়েছে সৌদি যুবরাজের।

এক্সপ্রেস নিউজ জানিয়েছে, সৌদি প্রতিনিধিদল যুবরাজের সফরের আয়োজনের তত্ত্বাবধান করবেন। ইতিমধ্যে যুবরাজকে স্বাগত জানাতে পাকিস্তানের প্রস্তুতি শেষ হয়েছে।

এমবিএস নামে পরিচিত যুবরাজকে বহনকারী বিমান পাকিস্তানের আকাশে ঢোকার পর থেকে সেটি রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করার আগ পর্যন্ত পাহারায় থাকবে যুদ্ধবিমান।

এ সময় দেশটির সব বাণিজ্যিক বিমানের ফ্লাইট স্থগিত রাখতে বলা হয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

Bootstrap Image Preview