Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ভালোবাসা দিবসে ৪ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৫ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:০৫ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য্য' শীর্ষক ৪ দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সদস্যদের তোলা ৩৬টি স্থিরচিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। 

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের ফটোগ্রাফী ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ আল বাকী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। 

আয়োজক সূত্র জানা যায়, প্রদর্শনীতে ছবির ভাষায় তুলে ধরা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন স্থান, স্তম্ভ, ভাস্কর্য, ভবনসহ ক্যাম্পাসের জনজীবনের স্থিরচিত্র।

প্রদর্শনীর আহবায়ক শারমিন আক্তার পুষ্প বলেন, আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের প্রকৃতিক সৌন্দর্য্যগুলো ছবির ভাষায় মানুষের সামনে উপস্থাপন করার। আগামী রবিবার (১৮ ফেব্রুয়ারি) ও সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 


 

Bootstrap Image Preview