ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি নতুন কমিটি ঘোষণা করেছে। কমিটিতে ইউসুফ আলি নীরবকে সভাপতি শেফাউল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সংগঠনটি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মমিনুর রহমান, আব্দুর রহমান, মিলন হোসেন, মিজানুর রহমান ও রুবেল হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, আবু বকর সিদ্দিক, বায়েজিদ হোসেন, লুৎফন নাহার ও রাশিদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, জামাল হোসেন, মনিরুজ্জামান, ফারহানা ইয়াসমিন রুহি, মাহবুব রহমান ও মুক্তা খাতুন। অর্থ সম্পাদক আব্দুল হাদি সুমন, ছাত্রী বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা, প্রচার সম্পাদক শাহরিয়ার এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আশরাফ আমিন।
উল্লেখ্য, আগামী এক বছর এ কমিটির কার্যক্রম চলবে।