আজ প্রকৃতির সব দিকে লেগেছে ভালবাসার ছোঁয়া, হৃদ স্পন্দনে জেগেছে ভালবাসার আহ্বান। ক্যাম্পাসে ক্যাম্পাসে তরুণ-তরুণীদের মাঝে ফুটেছে ভালবাসার লাল আভায় সিক্ত একরাশ গোলাপ।
বিশ্ব ভালবাসার এ দিনে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও লেগেছে ভালবাসার হাওয়া। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় 'উৎসব উল্লাসে আইন পরিবার-২০১৯' অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
এ সময় আইন বিভাগের প্রধান মো. রফিকুল আলমের সভাপতিত্বে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মুসা, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মনিরুল ইসলাম মাসুম, সহকারী রেজিস্ট্রার আবু মোহাম্মদ মুকাম্মেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
ভালবাসা কেন্দ্রিক বিভিন্ন গান, কবিতা, নাটক ও বিভিন্ন স্মৃতিকে ঘিরে সাজানো হয় সম্পূর্ণ অনুষ্ঠান। ভালবাসার আহ্বানে নেচে উঠে পুরো ক্যাম্পাস আঙিনা। শিক্ষার্থীদের সাথে নেচে উঠেন আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আলম, নাহিদুল ইসলাম প্রমুখ।