Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবীগজ্ঞে ৩ বছরেও শেষ হয়নি শহীদ মিনারের কাজ

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩১ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:৩১ PM

bdmorning Image Preview


২১ ফেব্রুয়ারি আসলেই ভাষা শহিদদের স্মৃতিস্তম্ব বা শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। ফেব্রুয়ারি মাস আসলেই দেখা যায় শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে স্থাপিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ তাজ উদ্দীন কুরেশী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে বিগত ২০১৬ সালের শেষের দিকে জেলা পরিষদের অর্থায়নে একটি শহিদমিনার স্থাপনের কাজ শুরু করেন। কিন্তু ৩ বছর পর এখনও নির্মাণ কাজ শেষ না হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

দশম শ্রেণির ছাত্র সিরাজুল হক বলেন, শহীদ মিনারের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় স্কুল থেকে ভাষা দিবসের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের সাক্ষী হতে পারলাম না এটাই আফসোস।

স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান, বিগত ২ বছর আগে জেলা পরিষদের এক লক্ষ টাকার অনুধান দিয়ে এই শহীদ মিনারের কাজ শুরু করি। এ টাকায় কাজ সম্পূর্ণ না হওয়ায় শহীদ মিনারটি এভাবেই পড়ে থাকে।

Bootstrap Image Preview