রাজধানীর মোহাম্মদপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, সন্ধ্যা ৬ টার দিকে আগুনের সূত্রপাত।অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেজগাঁও ও মোহাম্মদপুর থেকে ১১টি ইউনিট পাঠানো হয়।
এছাড়া তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি।