‘যুক্তিই হোক শক্তি’ এই স্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এ ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নূর উদ্দিন নাহিদকে সভাপতি এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার নিয়াজ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের এ কমিটির অনুমোদন দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.খন্দকার নাসিরুদ্দিন আহমেদ।
বশেমুরবিপ্রবি একমাত্র বিতার্কিক সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরুদ্দিন এবং মডারেটর হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তছলিম আহম্মেদ।
এছাড়া পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বাংলা বিভাগের প্রভাষক জয়নব বিনতে হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ রকিবুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ এমদাদুল হক, ফার্মাসি বিভাগের প্রভাষক শাণিতা জামান স্মৃতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাদিয়া আফরিন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যুক্তি নির্ভরতা এবং তাদের মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে।