Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধুনটে আবাদি জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ আহত ১১

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৩ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৫৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


বগুড়ার ধুনট উপজেলায় বিবাদমান আবাদি জমির পাল্টাপাল্টি দখল নিতে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ১১ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, উপজেলার হটিয়ারপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে দোলোয়ার হোসেন (৫২), তার স্ত্রী বেগুনি খাতুন (৪৮), ছেলে বজলুর রহমান (৩২) ও হবিবর রহমান (৩৫), খয়বর রহমানের স্ত্রী ডলি খাতুন (৪০), ছেলে লিখন মাহমুদ (১৭), মোজাম্মেল হকের স্ত্রী হেনা খাতুন (৫০), মোয়াজ্জেম হোসেনের ছেলে জুয়েল রানা (২০), জাহাঙ্গীর আলমের ছেলে সাব্বির আহম্মেদ (১৪), জহুরুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩২) এবং শাহজাহান আলীর ছেলে রতন মিয়া (৩৬)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হটিয়ারপাড়া গ্রামের দেলবর হোসেনের সাথে তিন বিঘা আবাদি জমি নিয়ে একই গ্রামের জুয়েল রানার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিবাদমান ওই জমির পাল্টাপাল্টি দখল নিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview