Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালোবাসা দিবসে ব্যতিক্রমধর্মী আয়োজন তাদের

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৬ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview


ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিন আজ বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসার আবহে মেতে রয়েছে চারদিক। সবার মনেই যেন ভালোবাসার ছোঁয়া। এই ভালোবাসার মাঝেই ফরিদপুরের তরুণদের সংগঠন ‘তরুছায়া’ বিশ্ব ভালোবাসা দিবসে ‘ভালবাসা হোক সবার জন্য’ এই স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী আয়োজনে খেঁটে খাওয়া মানুষদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছে।

‘আলোকিত সমাজ গঠনের লক্ষে’ এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে জয় বাংলা ইয়ুথ অ্যায়ার্ডপ্রাপ্ত সংগঠন তরুছায়া। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক ঝাঁক মেধাবী তরুণ তরুণীরা সেচ্ছায় কাজ করছে এ সংগঠনটিতে।

আজ ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে সংগঠনটির উদ্যোগে খেটে খাওয়া নানা শ্রেণী-পেশার মানুষকে গোলাপের চারা, গামছা, ক্যাপ ও মাস্ক দিয়ে ভালবাসা জানিয়েছে। ‘ভালোবাসি আপনাকে’ বলে একতিলক হাসি জড়িত চেহারা নিয়ে পথচারীদের হাতে উপহারগুলো তুলে দিয়েছে তারা। এই ক্ষুদ্র পেশার পিছিয়ে পরা মানুষগুলোর প্রতি ভালোবাসা বিলিয়ে দেয়ার আহ্বান নিয়ে পাঁশে দাঁড়িয়েছেন এ সংগঠনটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু, তরুছায়া সংগঠনের সভাপতি খালিদ মাহমুদ সজিব, প্রধান সম্বনয়কারী ওহিদুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ।

Bootstrap Image Preview