Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আগামীকাল

আরাফাত ইসলাম শুভ, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৯ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:০৯ PM

bdmorning Image Preview


রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাসে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম মুঠোফোন ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব’ (ডিআইএমএফএফ) এর ৫ম আসর। দুই দিনব্যাপী এবারের উৎসব আগামীকাল ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইউল্যাবের এপ্রেন্টিশিপ প্রোগ্রাম ‘সিনেমাস্কোপ’ পরিচালিত এ উৎসবটির যাত্রা শুরু হয় ২০১৫ সালে। এই আয়োজনে মুঠোফোন দ্বারা তৈরি চলচ্চিত্র নির্বাচন, প্রদর্শন ও সবশেষে সেরা চলচ্চিত্র বাছাই করে বছরের সেরা পরিচালককে পুরস্কৃত করা হয়। একসাথে তিনটি বিভাগ যথাক্রমে স্ক্রিনিং, কম্পিটিশন ও ওয়ান মিনিট ফিল্ম এর উপর প্রতিযোগীরা অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকেন। উৎসবমুখর এই আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিযোগিতার এবারের আসরে বিশ্বের ৩৪ টি দেশ থেকে সর্বমোট ৯৫ টি চলচ্চিত্র জমা পড়েছে। উৎসবের পঞ্চম আসরে বিচারকার্য সম্পন্ন করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান এবং চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ লেখক বিধান রিবেরু।

বিচারকমন্ডলীর নির্বাচনে ‘কম্পিটিশন’ বিভাগে জমাকৃত ২৮টি চলচ্চিত্র থেকে ১০টি, ওয়ান মিনিট ফিল্ম বিভাগের ৩টি চলচ্চিত্র থেকে ২টি এবং স্ক্রিনিং বিভাগে জমাকৃত ৬৪টি চলচ্চিত্র থেকে ২৬টি এভাবে সর্বমোট ৩৮ টি চলচ্চিত্র চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

‘স্ক্রিনিং’বিভাগে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত চলচ্চিত্রগুলো হল-‘Strike, A country in Moving Pictures(10MFS), Polaroid, Yahor, Memory of our Peers, What a Beautiful Name, The Right One, GSLV Mark3, The Unattended, 13, FATE, Once upon a time in Anderiecht, Shadows of a radio in the East, Exist, Quid Pro Quo, Dire Straits, Loose End, St. Martin’s Island, Synapse, Birdman, Shadow, Where are you really From? Rydeshare Chronicies, The Dance, Anyone’s History, LOVE IN THE DARK, Dance Without Language’।

‘ওয়ানমিনিটফিল্ম’ বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলো হল- ‘Handsfree, STORY’।

এছাড়াও ‘কম্পিটিশন’ বিভাগের অধীনে নির্বাচিত চলচ্চিত্রগুলো হল- ‘A Pair Of Horns On A Female Homo Sapiens, Nature, Focus, With Love-From God, MARGHERITA, Missed Call, Salvation of Oxygen, The Thespian, Sentinels, The Story of a Motorbike’।

চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে গত ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দুইদিন ব্যাপী মুঠোফোনে চলচ্চিত্র তৈরী বিষয়ক একটি কর্মশালার। আয়োজিত কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক ড.কাবিল খান জামিল এবং চলচ্চিত্র নির্মাতা তানহা জাফরিন।

এবারের আয়োজন ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী চারটি পর্বে বিভক্ত থাকছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় চিত্রপরিচালক এবং চিত্রনাট্যকার মতিন রহমান। ‘লাল কাজল’ নামক চলচ্চিত্র তৈরীর মাধ্যমে চিত্র অঙ্গনে যাত্রা শুরু করা এই গুনী নির্মাতা। ১৯৯৩ সালে ‘অন্ধ বিশ্বাস’ চলচ্চিত্রের জন্যে সেরা পরিচালক হিসেবে প্রথমবারের মতো জিতে নেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ইউল্যাব এর সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর এইচ.এম জহিরুল হক, প্রফেসর জুড উইলিয়াম হেনিলো এবং প্রধান অতিথি মতিন রহমান।

১৫ এবং ১৬ই ফেব্রুয়ারি দুই দফায় যথাক্রমে বেলা ১১ টা এবং দুপুর ৩ টায় উৎসবের পঞ্চম আসরে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত চলচ্চিত্র গুলো প্রদর্শিত হবে। একই সাথে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বে থাকছে ওয়াফি আজিজ সাত্তার ‘Prospect and Opportunity of Mobile Film’ শীর্ষক বিশেষ কথোপকথন এবং তৃতীয় পর্বে থাকছে বিজয়া আনামএর‘Mobile Film Festivals and Global Context’শীর্ষক বিশেষ কথোপকথন।

১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠানটির ৪র্থ পর্বে নির্বাচিত চলচ্চিত্র গুলোর মধ্য থেকে ‘কম্পিটিশন’বিভাগের সেরা চলচ্চিত্র নির্মাতার জন্য থাকছে‘CinemaScope Best Film’ অ্যাওয়ার্ড এবং ওয়ান মিনিট ফিল্মবিভাগের সেরা চলচ্চিত্র নির্মাতার জন্য থাকছে‘ULAB Young Film Maker’অ্যাওয়ার্ড। সেই সাথে নির্বাচিত সকল নির্মাতাদের জন্য থাকছে সনদপত্র এবং উপহার।

 

Bootstrap Image Preview