Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুলে তেল দেওয়ার নিয়মকানুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৪ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত


এক গোছা কোমল আর সুদৃঢ় চুল কে না চায়? কিন্তু কেবল মুখে বললেই তো আর হবে না, তার জন্য চাই সঠিক যত্ন। নিয়মিত চুলে তেল দেওয়া, চুল আঁচড়ানো, শ্যাম্পু করার পরও কি আপনার চুল পড়ার হার কমছে না? কিংবা চুলে নমনীয়তা ফিরছে না? তাহলে হয়ত আপনি সঠিক নিয়মে তেলই দিচ্ছেন না।

চুলের স্বাস্থ্য রক্ষায় তেলের ব্যবহার অপরিহার্য। আর এই তেল প্রয়োগ করতে হয় সঠিক নিয়মে। চলুন তবে জেনে নিই কী কী ধাপ মেনে চুলে তেল দিলে তা হবে ঘন কালো, দৃঢ় আর পুষ্টিসম্পন্ন।

১। চুলে তেল দেয়ার আগে তেল কিছুটা গরম করে নিন। কুসুম গরম তেল মাথার তালুতে ব্যবহার করুন। এটি মাথার তালুতে রক্ত চলাচল বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে।

২। সাধারণ নারকেল তেলের সাথে কয়েকটি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল, রিল্যাক্সের জন্য ল্যাভেন্ডার অয়েল মেশাতে পারেন।

৩। তেলটি হালকা হাতে চুলে ম্যাসাজ করুন। খুব বেশি জোড়ে তেল মাথায় ম্যাসাজ করবেন না এতে চুল আরও বেশি জট বেঁধে যাবে আর চুল ছিঁড়ে যাবে।

৪। তেল দেয়ার পর ভালোভাবে চুল আঁচড়ে বেঁধে নিন। তবে খুব বেশি টাইট করে চুল বাঁধবেন না। এতে আগা ফেটে যায়। কিছুটা ঢিলে করে বেনী করে নিন।

৫। সাধারণত সবাই চুল তেল দেওয়ার পর আঁচড়ে থাকেন। কিন্তু তেল দেয়ার আগে চুল আঁচড়ানো ভালো। তাই তেল দেয়ার আগে চুল আঁচড়ে নিন।

৬। তেল দেয়ার পর কমপক্ষে এক ঘন্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। সবচেয়ে ভালো হয় তেল সারারাত মাথায় রাখুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

Bootstrap Image Preview