শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে 'শাকসু' ছাত্র সংসদ নির্বাচন এর দাবি নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাখা ‘স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস’ পালন করেছে।
এদিকে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এর বিপরীতে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ক্যাম্পাসে দিনব্যাপী তথ্যচিত্র প্রদশনী আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে ছাত্র ফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র ও সাধারণ সম্পাদক নাযিরুল আজম বিশ্বাস এক যুক্ত বিবৃতিতে বলেন,১৯৮৩ সালে মজিদ খান শিক্ষানীতির বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে এদেশের ছাত্ররা যে শিক্ষাব্যবস্থার দাবিতে প্রাণ দিয়েছিল তা আজও অপূরিত আছে। বরং সে সময়ের স্বৈরাচার এরশাদ ও তার নিষিদ্ধ সংগঠনকে তথাকথিত গণতান্ত্রিক দলগুলো রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। এবং এ সরকারগুলোও স্বৈরাচারি ও ফ্যাসিবাদী আচরণ তীব্র করেছে। ফলে তাদের ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের কেন্দ্রবিন্দু ছাত্র সংসদকে অচল করে রাখা হয়েছে। যার উদ্দেশ্য শিক্ষাকে ক্রমাগত বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণ করা এবং সে লক্ষ্যে পিপিপি-হেকেপ নামে নানা কৌশলপত্র ও চুক্তি বাস্তবায়ন করা। এই উদ্দেশ্যে ৯০ এর স্বৈরাচার শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা ‘সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ’ এর মূল দাবির পরিপন্থী।
বক্তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে সংগঠনগুলোর সহাবস্থান, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার চর্চার অধিকার নিশ্চিত করে একটি উন্নত রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ নির্মাণ করতে শাকসু এর বিকল্প নেই তাই অবিলম্বে নির্বাচন দিয়ে শাকসু সচলের আহ্বান জানান এবং স্বৈরাচার বিরোধী চেতনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।