শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী মিলু রানী মণ্ডল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০৩-০৪ সেশনের সাবেক শিক্ষার্থী ও ৩৩তম বিসিএসে শিক্ষা ক্যাডার।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রসায়ন বিভাগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শাবির রসায়ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস. এম. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. আবুল হাসনাত, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ আস সামেদ, অধ্যাপক ড. রোকসানা বেগম, অধ্যাপক ড. মো. জলিল রহমানসহ আরও অনেকে।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় নিহত মিলু রানী মণ্ডল মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে কলেজে যাওয়ার পথে সাভারের নবীনগরে দুই বাসের প্রতিযোগিতায় পড়ে ঘটনাস্থলেই দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় তার। সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হলে সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।