জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি সংসদের আয়োজনে স্বৈরাচার বিরোধ দিবস পালন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে সন্ধ্যা ৬টা থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাবি সংস্কৃতি সংসদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের "আগুনের পরশ মনি " গানের সাথে নৃত্য পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠা কালীন সভাপতি 'ড.মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন', ফরিদ আহমেদ (সহযোগী অধ্যাপ দর্শন বিভাগ, জাবি), ড.জামাল উদ্দিন (অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ,জাবি)।
ড.জাহাঙ্গীর বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব সময়ই অন্যায় এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরশাদ সরকার শিক্ষা আইন ছাত্রদের উপর চাপিয়ে দিলে আমরা তার বিরোধীতা করি। যার ফলশ্রুতিতে প্রায়ই সাভার সেনানিবাস থেকে সেনাসদস্যরা ক্যাম্পাসে এসে আমাদেরকে তাদের রক্তচক্ষু দেখাত। এছাড়া তিনি আরও বলেন, আমরা বিভিন্ন নাটকের মাধ্যমে সরকারের অন্যায় অনাচার তুলে ধরতাম।