গেল বছরের শেষ দিকে অভিনেতা হিমাংশুর সঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কারের প্রেমের সম্পর্ক ভেঙে যায়। প্রেমিককে হারিয়ে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। সেই চাপ কাটিয়ে ফের কাজে মনযোগী হয়েছেন নেহা।
ভ্যালেন্টাইন্স ডে’র প্রথম প্রহরে নেহাকে বলিউড স্টাইলে গোলাপ দিয়ে প্রপোজ করেন এক যুবক। সেই ছবি নেহা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন। প্রথমে ওই যুবকের পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায় সে নেহার এক সহকর্মী। তাহলে কি নতুন প্রেমে মজেছেন নেহা?
নেহা বলেন, ‘সিঙ্গেল অবস্থায় আমার অনুভূতি দারুণ। কারণ সম্পর্কে থাকার সময় আমি পরিবার ও বন্ধুদের জন্য সময় বের করতে পারতাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি এমন কারও জন্য সময় ব্যয় করবো না, যে কিনা এটার যোগ্য নন।’