১ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দিতে ব্যর্থ হয়েছেন বলিউডের তারকা অভিনেতা অর্জুন রামপাল। ছবি বানানোর জন্য ওয়াইটি এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই টাকা নেন তিনি।
জানা যায়, গত বছরের মে মাসে একটি বিনোদন ব্যবসাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে উচ্চহার সুদে ১ কোটি টাকা ঋণ নিয়েছিলেন অর্জুন রামপাল। সুদের হার ছিল ১২ শতাংশ। ৯০ দিন পার হয়ে যাওয়ার পরও তিনি সেই ঋণ বা সুদ শোধ দিতে পারেননি। ওই প্রতিষ্ঠানটি অর্জুনের বিরুদ্ধে মামলা করেছে। ফলে জেলে যেতে হতে পারে এই অভিনেতাকে।
এ ধরনের প্রতিষ্ঠান সাধারণত ঋণের জন্য যে সুদ নেয়, অর্জুনের পরিচিতির কারণে তার চেয়ে কম হার সুদে ঋণ দিয়েছিলো। তারা ভাবতেই পারেনি অর্জুন ঋণ শোধে ব্যর্থ হবেন।
ধার শোধ করার জন্য অর্জুন ওই প্রতিষ্ঠানটিকে যে চেক দিয়েছিলেন, সেটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। সুতরাং ঋণের টাকা আদায়ের জন্য ওয়াইটি এন্টারটেইনমেন্ট তাঁর বিরুদ্ধে ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’ এ মামলা করেছে।
অর্জুন রামপালকে ঋণ দেওয়ার পূর্বশর্ত ছিল, ধার পরিশোধে ব্যর্থ হলে অর্জুন যে উৎসগুলো থেকে অর্থ পাবেন, তার সব ওয়াইটি এন্টারটেইনমেন্টকে দিয়ে দিতে হবে। এছাড়া ঋণের সুদ হিসাবে সাড়ে ৭ লাখ টাকা দেওয়ার যে কথা শোনা গিয়েছিল, সেটি সঠিক নয়। তাহলে ধরেই নেওয়া যায়, এবার অর্জুনকে জেলেই যেতে হচ্ছে।