Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডাকসু নির্বাচন নিয়ে ওয়ালিদের অনশনে প্রশাসনের বাধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫১ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫১ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ চার দফা দাবিতে অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্সের ছাত্র ওয়ালিদ আশরাফকে পাঁচ ঘণ্টার মাথায় তুলে দেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভিসি চত্বরে অনশনে বসেছিলেন ওয়ালিদ।

জানা যায়, প্রক্টরিয়াল টিমের কয়েক সদস্য অনশনে বসা ওয়ালিদের কাছে যান। তারা সেখান থেকে ওয়ালিদকে চলে যেতে বলেন। প্রক্টরিয়াল টিমের নির্দেশের পর সেখান থেকে চলে যান ওয়ালিদ।তবে অভিযোগ উঠেছে, ওয়ালিদ সেখান থেকে যেতে চাননি, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, নিরাপত্তার স্বার্থে তাকে উঠে যেতে বলা হয়েছে। তার যদি কোনো সুনির্দিষ্ট দাবি থাকে সেটি লিখিতভাবে জানাতে পারে ।

ওয়ালিদ আশরাফ বলেন, আমি একটি যৌক্তিক দাবিতে অনশনে বসেছিলাম। ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলগুলোয় করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিতে গিয়ে ‘চরম অস্বস্তি’তে পড়বেন। এতে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। কিন্তু প্রশাসন আমার কর্মসূচিতে বাধা দিয়েছে। এটা ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশকেও বাধাগ্রস্ত করছে বলে আমি মনে করি।

Bootstrap Image Preview