পার্ক বা উদ্যানে ঘুরে নয়, নয় কোন দর্শনীয় স্থান ঘুরে, সাভারের নিরিবিলিতে অবস্থিত আঞ্জুমান আজিজুল ইসলাম বালিকা হোমে (এতিমখানায়) বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন।
১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ডাঃ এড্রিক বেকার মানবকল্যাণ সংঘের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারা দিনব্যাপী কাটানো হয় হোমের শিশুদের সাথে।কবিতা, নাচ, গান, কৌতুক ছাড়াও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে উক্ত বালিকা হোমের শিশুগুলো। বিজয়ী ও পরাজিত সকলের মাঝে পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এছাড়াও উক্ত সংঘের অঙ্গসংগঠন ডাঃ এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের সদস্য তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেন।
ডাঃ এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আউয়াল লিলন শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরাই ভালো মানুষ হয়ে তৈরি হবে, তোমরা হবে প্রকৃত দেশপ্রেমিক, তোমাদের হাত ধরে সকল ভাল কাজগুলো হবে।