একদম সকলের সামনে স্বীকার করে নিলেন। তবে সেটি কোনো প্রেম বা অন্য কিছুর স্বীকারোক্তি নয়, ছিল একটি নোংরা স্বীকারোক্তি। যা শুনলে সহজেই যে কেউ শিউরে উঠবে ৷
সারা বিশ্বে প্রসিদ্ধ ফক্স নিউজের সংবাদ পাঠক পিটে হেগস্তে এক মারাত্মক সত্যি জানিয়েছেন। তিনি জানিয়েছেন প্রায় এক যুগ তিনি কোনো দিন হাত পরিষ্কার করতেন না। অবিশ্বাস্য মনে হলেও একথাই সত্য। আর কোনো একজন শিক্ষিত মানুষ এটা করতে পারেন ভাবলেই গা শিউড়ে উঠতে হয় ৷
তার দাবি ছিল তিনি কোনো ময়লা বা জীবানু কিছুই কোনোদিন চোখে দেখতে পাননি তাই হাত পরিষ্কার করারও প্রয়োজন বোধ করতেন না৷ এবং একদিন বা দু‘দিন নয় ১০ বছর ধরে এভাবে হাত ধোননি তিনি ।