Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১২ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৫:১২ PM

bdmorning Image Preview


আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্থায়নে ফরিদপুরে বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সবুজ চত্বরে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশাররফ আলী।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মোবাশ্বের হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি কৃষ্ণ কুমার সাহা ও ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস।

কর্মসূচিতে সার্বিক সহযোগীতা করেন, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপন দেবনাথ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, প্রাণী বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লক্ষী রাণী পোদ্দার, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিমুল এহসান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক পরিমল কুমার কুন্ডু, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসেন, পদার্থ বিজ্ঞানের প্রভাষক সাখাওয়াত হোসেন প্রমূখ।

Bootstrap Image Preview