Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলিতে সরিষা কাটা-মাড়াই শুরু, ভালো ফলনে খুশি কৃষক

সোহেল রানা, দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় এবার রবি মৌসুমে সরিষার ব্যাপক চাষ হয়েছে। ইতোমধ্যে উপজেলার প্রতিটি মাঠে শুরু হয়েছে সরিষা কাটা-মাড়াই। এই বছর আবহাওয়া অনূকুলে থাকায় এ উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে। এছাড়াও দাম ভালো পাওয়ায় খুশি কৃষক।

আমন ধান কাটার পর এই অঞ্চলের কৃষকরা বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করে থাকে। সরিষা বিক্রি করে যে টাকা পায় ঐ টাকা দিয়ে আবার ইরি বোরো মৌসুমে ধান রোপন করা হয়। কৃষকরা এখন সরিষা তোলার পর ইরি-বোরো ধান লাগাতে ব্যস্ত সময় পার করছে।

ছাতনী গ্রামের কৃষক মাহবুব জানান, এবার আমি প্রথম সরিষা লাগাই ছিলাম। সরিষা তুলেছি এবার মোটামুটি ফলনও ভালো পেয়েছি, সাথে বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে। আমি এখন সরিষা বিক্রি করে ঐ টাকা দিয়ে জমিতে ধান লাগাবো।

কাদিপুর গ্রামের কৃষক বাবলু জানান, বাড়তি ফসল হলেও এবার বাজারে এর দাম ভালো আছে। প্রতি বিঘায় সরিষার ফলন ৪ থেকে ৫ মণ পাওয়া যাছে। বাজারে প্রতি মণ সরিষা ১৬’শ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে আমরা খুব খুশি।

হাকিমপুর উপজেলা কৃষি র্কমর্কতা শামিমা নাজনীন বলেন, কৃষকরা এই ফসলটাকে বাড়তি আয়ের উৎস হিসেবে চাষাবাদ করে থাকে। এবার কৃষি অফিসের সহযোগিতায় হিলি হাকিমপুর উপজেলাতে ৮’শ ৩০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা সরিষা কাটা শুরু করেছে, ফলনও ভালো হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশা রাখি।

 

 

 

 

Bootstrap Image Preview