Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হার্টের দুটো বাল্বই নষ্ট, বাঁচতে চায় মৃত্যুপথযাত্রী বেলায়েত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৫ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ১১:২১ AM

bdmorning Image Preview


অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী ঝালকাঠির গুয়াটনের নওপারা গ্রামের বাসিন্দা বেলায়েত হোসেন। পুরো পরিবার কেবল তাঁর উপার্জনের ওপর নির্ভরশীল। বেলায়েতের হার্টের দুইটি বাল্ব আজ সম্পুর্ণ অকেজো হয়ে গেছে। তিনি জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন।

বর্তমানে বেলায়েতের ঠিকানা হৃদরোগ হাসপাতালের ৩য় তলার দুই নং ওয়ার্ডের ৪৪ নম্বর বিছানায়।

তাঁর ব্যাপারে চিকিৎসক জানান, তাঁকে বাঁচাতে শিগগির অস্ত্রোপচার করা প্রয়োজন। এতে ব্যয় হবে কয়েক লক্ষ টাকারও বেশি।

তাঁর পক্ষে এই অর্থ জোগাড় করা অসম্ভব। তাই বেলায়েতকে বাঁচিয়ে রাখার আকুতি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে হাজির হয়েছে তার পরিবার। কারো দ্বারে যাওয়া তাদের সম্মানের ব্যাপার। তারপরও নিরুপায় হয়ে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে তিনি সাহায্যের আবেদন জানিয়েছেন।

বেলায়েতের জীবন প্রদীপ নিভে যাওয়ার আগেই তার পরিবার আকুতি জানিয়ে বলেছে-‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না!’

সাহায্য পাঠানোর ঠিকানা: দুলালী বেগম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ জীরানি বাজার শাখা, সাভার ঢাকা, হিসাব নম্বর: ৩৪৫৫, দুলালী বেগম আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ কোনা পাড়া শাখা ঢাকা হিসাব নম্বর: ০৫০১১২০০৮৩৯৭৮, বিকাশ নং ০১৭১৫-১৫৭৪৮১

Bootstrap Image Preview