টালিউডের তারকা অভিনেতা দেবের প্রেমিকা হিসেবে পরিচিত মডেল ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। জানা যায়, সারা রাত বারান্দায় বসে কাটানোর জন্যই অসুস্থ হয়েছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে রুক্মিণী বলেন, ‘দিল্লি গিয়েছিলাম। সেখানে ভাইয়ের মেয়ে আমাইরার সঙ্গে সারা রাত ধরে ব্যালকনিতে বসে খেলেছি। এরপর থেকেই ঠান্ডায় আক্রান্ত হয়েছি। দিল্লিতে সর্দি-কাশি হয়। কলকাতায় ফিরে জ্বরে পড়লাম।’
তবে অসুস্থ হলেও বিন্দুমাত্র অবসর নেই তার। কারণ নতুন ছবি ‘কিডন্যাপ’র শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও চ্যাম্প, ককপিট, কবীর ছবিতে অভিনয় করেছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। তার সবগুলো ছবির নায়কই দেব। প্রেমিকাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্য নায়িকাদের সঙ্গে কাজ কমিয়ে দিয়েছেন দেব।