Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩০ PM
আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:৩০ PM

bdmorning Image Preview


টালিউডের তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী। বিয়ের পর থেকেই তাদের একান্ত মুহূর্তে সময় কাটানোর নানা স্থিরচিত্র সামনে এসেছে। ভালোবাসা দিবসেও তেমনি একটি ছবি ভাইরাল হয়েছে।

বিয়ের পর সকল অনুষ্ঠান ও বিশেষ দিন একসঙ্গেই কাটান রাজ-শুভশ্রী। এবারের ভালোবাসা দিবসটিও তাদের বিবাহিত জীবনে প্রথম এসেছে। কিন্তু বিধি বাম। দু’জনের কাজের ব্যস্ততায় একসঙ্গে ভালোবাসা দিবস কাটানো হয়নি তাদের। শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন রাজ।

ভালোবাসা দিবস উৎযাপনের জন্য প্রিয়তম স্বামীকে কাছে না পেয়ে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন শুভশ্রী। রাজকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘প্রিয়তম তোমার অনুপস্থিতি অনুভব করছি। ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

রাজও পিছিয়ে নেই। তিনিও একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমিও তোমার অনুপস্থিতি অনুভব করছি।’

উল্লেখ্য, রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের এই ছবি ভাইরাল হতেই ভক্তরা তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন।

Bootstrap Image Preview